চালের বস্তায় ভেজাল থাকার বোচাগঞ্জের দুই অটো মিলকে ২ লাখ টাকা জরিমানা
- সুলতান মাহমুদ, দিনাজপুর
-
২০২২-০৮-২৯ ০৮:৪৭:৫৫
- Print
দিনাজপুর বোচাগঞ্জে পৃথক পৃথক দুটি অটো রাইস মিলে ভেজাল চাল পাওয়ার অভিযোগে অভিযান চালিয়ে ২ লক্ষ টাকা অর্থ জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর।
আজ সোমবার দুপুরে বোচাগঞ্জের সালেহা অটো রাইস মিল সত্বাধিকারী হাজী আলম খানকে ২৮ চালের বস্তায় বি-২৯ চাল মোড়কজাত ও বাজারজাত করে মিথ্যা বিজ্ঞাপন প্রচারের অপরাধে ১ লাখ টাকা ও তুলাই অটো রাইস মিল সত্বাধিকারী নাজির আহম্মেদকে ২৮ চালের বস্তায় নামের পরিবর্তে জিরাসাইল লেখে মোড়কজাত ও বাজারজাত করার অপরাধে ১ লাখ টাকা করে ২ জনকে মোট ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
দিনাজপুর ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম অথদন্ড করা হয়েছে বিষয়টি নিশ্চিত করে বলেছেন উক্ত দুটি অটো রাইস মিল দীর্ঘদিন ধরে ২৮ চালের বস্তায় ২৯ চাল ঢুকিয়ে বাজারজাত করে আসছে এমনি এক অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।
তিনি আরো বলেন উক্ত অটো মিল দুইটিকে আরো সতর্ক করা হয়েছে ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে তাদের বড় ধরনের শাস্তির আওতায় আনা হলেও সেরে করে দিয়েছে।