নবীনগরে পুকুরে বিষ প্রয়োগে ৪ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ
- মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
-
২০২২-০৮-২৩ ০৯:৩৪:১০
- Print
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর ইউনিয়ন দুরুইল গ্রামের উত্তরপাড়া চিতাশালের পুকুরে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধনের অভিযোগ উঠেছে।
গতকাল দিবাগত রাতের আঁধারে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করে এ ঘটনা ঘটিয়েছে।এতে প্রায় ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন মৎস্য প্রজেক্টের মালিক মোঃ সূর্য ভূইয়া।
মোঃ সূর্য ভূইয়া জানান, এই চিতাশালের পুকুরটি সরকারি ভাবে তিন বছরের জন্য লিজ নিয়ে পুকুরটিতে নানা প্রজাতির মাছ চাষ করে আসছি। গতকাল দিবাগত রাতে শত্রুতাবশত মৎস্য প্রজেক্টে বিষ প্রয়োগ করে বিপুল পরিমাণ মাছ নিধন করেছে এতে আমি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছি। তিনি আরো বলেন,এই দুরুইল গ্রামের চিতাশালের পুকুরটি পূর্বে ওয়ারুক গ্রামের মৎস ব্যাবসায়ী কাশেম মিয়া মাছ চাষ করেছিলেন। বিষ প্রয়োগের আগেরদিন সন্ধায় তাকে পুকুর পারে ঘুরাঘুরি করতে দেখি।আমি সন্ধেহ মূলক ভাবে নবীনগর থানায় অভিযোগ করেছি এখন সঠিক তদন্তের মধ্যমে আমি এর সুষ্ঠু বিচার চাই।
শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন অভিযোগ পেয়েছি,সঠিক তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।