গোপালগঞ্জে ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগ
- এস এম সাব্বির, গোপালগঞ্জ
-
২০২২-০৮-২৩ ০৭:৩৭:১০
- Print
চাহিদামতো ঘুষ না দেয়ায় নামজারি করতে দিনের পর ঘুরতে হচ্ছে ইউনিয়ন ভূমি কর্মকর্তার পিছনে। ১৬ শতাংশ জমি নামজারি করতে টাকা দিতে হবে ১০ হাজার। পরে ৬ হাজার টাকা দিতে চাইলেও দাবিকৃত টাকার চেয়ে কম দিলে হবে না বলে জানিয়ে দিয়েছেন টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুশান্ত সেন। মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা প্রেসক্লাব কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এমন দাবি করেন ভুক্তভোগী রিয়াজুল ইসলাম।
লিখিত বক্তব্যে রিয়াজুল অভিযোগ করে বলেন, ক্রয়সূত্রে উপজেলার চিংগরী মৌজার ১২১ দাগের ৭০২ খতিয়ানের ১৬ শতক জমির মালিক আমার পুত্র শুকুর আলী। তার কথামতো কিছুদিন আগে ওই জমির নামজারি করতে পাটগাতী ইউনিয়ন ভূমি অফিসে যাই। সব কাগজ পত্র ঠিক থাকা সত্ত্বেও ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুশান্ত সেন ১০ হাজার টাকা দাবি করে। তখন কেন টাকা লাগবে জানতে চাইলে ভূমি কর্মকর্তা বলেন, করলে করেন না করলে চলে যান। পরে কয়েকদিন ধরে অনেক অনুরোধ করেও জমির নাম জারি করতে পারিনি।
তিনি আরও অভিযোগ করেন, কয়েকদিন ধরে ৬ হাজার টাকা নিয়ে তার পিছে ঘুরেও নামজারি করতে পারিনি। ভূমি কর্মকর্তা সুশান্ত সেন সাফ জানিয়ে দিয়েছেন ১০ হাজার টাকার কম দিলে হবেই না। যেখানে জমির নামজারি করতে ২-৩ হাজার টাকা লাগে। সেখানে তিনি কিভাবে এত টাকা দাবি করেন। তাই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে এঘটনার উপযুক্ত বিচার চাই।
অভিযুক্ত ইউনিয়ন ভূমি কর্মকর্তা সুশান্ত সেনের মুঠোফোনে কথা হলে বিষয়টি অস্বীকার করে বলেন, নামজারি করতে এরকম কোন ব্যক্তির কাছে আমি টাকা দাবি করিনি। আমার বিরুদ্ধে অপপ্রচার করা হচ্ছে।
টুঙ্গিপাড়া সহকারী কমিশনার (ভূমি) দেদারুল ইসলাম বলেন, ইউনিয়ন ভূমি কর্মকর্তার বিরুদ্ধে কেউ কোনো লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।