পুলিশের হাতে আটক ইউপি চেয়ারম্যানের বিচারের দাবীতে মানববন্ধন
- ফরিদপুর প্রতিনিধিঃ
-
২০২২-০৭-২৪ ০৫:৩৯:৪০
- Print
ফরিদপুরে ডিবি পুলিশের হাতে অবৈধ অস্ত্রসহ আটক ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম মজনুর বিচারের দাবীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। আজ দুপুরে ফরিদপুর প্রেসক্লাবের সামনে ঈশান গোপালপুরবাসীর আয়োজনে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, ইউপি চেয়ারম্যান নির্বাচিত হবার পর দুর্নীতি আর অনিয়মের মাধ্যমে অর্থ হাতিয়ে নেবার পাশাপাশি হাজারো নিরিহ মানুষকে নানাভাবে নির্যাতন করেন শহিদুল ইসলাম মজনু। তার অত্যাচার থেকে রেহাই পাননি স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীরাও।
মানববন্ধনে ফরিদপুর সদর উপজেলার ইশান গোপালপুর ইউনিয়নের নির্যাতিত ও ভুক্তভোগী লোকজন উপস্থিত ছিলেন।
গত শুক্রবার রাতে ডিবি পুলিশ অভিযান চালিয়ে অবৈধ একটি বিদেশী পিস্তলসহ শহিদুল ইসলাম মজনুকে আটক করা হয়। তার বিরুদ্ধে কোতয়ালী থানায় একাধিক মামলা রয়েছে।