নরসিংদীতে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে নিহত ২
- হাজী জাহিদ, নরসিংদী
-
২০২২-০৭-১৯ ১১:৪০:৫৩
- Print
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার নিলক্ষায় দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে ২০ জন।
মঙ্গলবার (১৯ জুলাই) দুপুরে রাযপুরার নিলক্ষা গ্রামে এ হতাহতের ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মোসলেম মিয়া ও আমির মেম্বার। তারা দুজনই বাঁশগাড়ী এলাকার বাসিন্দা। তবে পুলিশ জানিয়েছেন সংঘর্ষে ১ জন নিহত হয়েছেন।
তারা জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নরসিংদীর রায়পুরার নিলক্ষা গ্রামের সুমেদ আলী ও রাজিব গ্রুপের সঙ্গে একই এলাকার নিজাম উদ্দিন ও মতিন গ্রুপের দ্বন্দ্ব চলে আসছিল। দ্বন্দ্বের জেরে এই দুই গ্রুপের মধ্যে একাধিকবার সংঘর্ষ, মামলা ও পাল্টা মামলা দায়ের ঘটনা ঘটেছে। গত ১ বছর আগে দুপক্ষের সংঘর্ষের পর নিজাম উদ্দিন ও মতিনের লোকজনকে এলাকা ছাড়া করা হয়। এরই মধ্যে আজ মঙ্গলবার দুপুরে নিজাম উদ্দিন ও মতিন গ্রুপের লোকজন পার্শ্ববর্তী বাঁশগাড়ী থেকে লোকজন নিয়ে এলাকায় উঠার চেষ্টা চালায়। খবর পেয়ে সুমেদ আলী ও রাজিব গ্রুপের লোকজন টেঁটা-বল্লম ও আগ্নেয়াস্ত্র নিয়ে প্রতিপক্ষকে বাধা দেয়। এসময় উভয় পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে টেঁটা ও গুলিবিদ্ধ হয়ে মোসলেম মিয়া ও আমির মেম্বার মারা যান। এসময় উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হন। খবর পেয়ে রায়পুরা থানা পুলিশ ও নরসিংদী অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নরসিংদী অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান জানিয়েছেন, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জেরে পুনরায় তারা সংঘর্ষে জড়ায়। এতে ১ জন নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।