গাজীপুরে অভিযানে ভোক্তা অধিদপ্তরের লাখ টাকা জরিমানা
- হাসিব খান, গাজীপুর
-
২০২২-০৭-১৯ ১১:২৩:৪৩
- Print
গাজীপুরের জয়দেবপুরে বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন গাজীপুর ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল।
তিনি জানান, আসন্ন বৈদ্যুতিক লোডশেডিংকে কেন্দ্র করে ইলেকট্রনিক চার্জার লাইট, ফ্যান ইত্যাদির মূল্য কারচুপির মাধ্যমে অস্বাভাবিকভাবে দুই,তিন গুন বৃদ্ধির অপরাধে সর্দার ইলেকট্রনিক্সকে ২০ হাজার টাকা, বিপুল পরিমাণে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ডায়াগনস্টিক সেন্টারের জন্য ব্যবহার্য রিএজেন্ট সংরক্ষণ করার অপরাধে মনিপুর পপুলার হাসপাতাল ফার্মেসিকে ৫০ হাজার টাকা ও অর্শি ফার্মেসীকে ১০ হাজার টাকা এবং রান্নার বিভিন্ন উপকরণের মধ্যে অসংখ্য তেলাপোকা অবাধ বিচরণ করার অপরাধে নিরালা রেস্তোরাঁ এন্ড হোটেলকে ২০ হাজার টাকাসহ ৪ প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে জেলা প্রশাসন, জেলা কৃষি বিপণন অধিদপ্তর ও জয়দেবপুর থানা পুলিশ সহযোগিতা করেন। তিনি আরও জানান বাজারে নিয়মিত এ অভিযান অব্যাহত থাকবে।