দিনাজপুরে রেলের টিকেট কালোবাজারী করায় ২০ হাজার টাকা জরিমানা আদায়
- সুলতান মাহমুদ, দিনাজপুর
-
২০২২-০৭-১৯ ১১:১৬:৩৭
- Print
দিনাজপুর রেলওয়ে স্টেশন এলাকার রাইসা রেলওয়ে ফাস্টফুড দোকানে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি রেলের টিকেট কালোবাজারী করার অভিযোগে দোকান মালিক রাশেদুল ইসলাম রুবেল (৪০) কে কুড়ি হাজার টাকা জরিমানা আদায়ের করেছে ভোক্তা সংরক্ষন অধিকারের ভ্রাম্যমাণ আদালত ।
আজ মঙ্গলবার বেলা ১২টায় দিনাজপুর রেলওয়ে স্টেশন প্লাাটফর্ম ও আশেপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। রাইসা রেলওয়ে ফাস্টফুড দোকানের মালিকের নিকট দুটি ট্রেনের টিকিট পাওয়ায় তাকে এই জরিমানা আদায় করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর রেলওয়ে স্টেশন এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষন কর্তৃপক্ষ ট্রেনের টিকেট কালোবাজারী রোধে দিনাজপুর র্যাব-১৩কে সাথে নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন । এসময় রেলওয়ে স্টেশন এলাকার বেশ কয়েকটি দোকানে তল্লাসী পরিচালনা করার পর দিনাজপুর রেলওয়ে প্লাফর্মেও সামনের রাইসা ফাষ্টফুড দোকানে তল্লাসী চালিয়ে দিনাজপুর ঢাকা গামী শ্ভোন চেয়ারের দুটি টিকিট উদ্ধার করে । পরে ব্যাপক জিজ্ঞাসাবাদ শেষে রাশেদুল ইসলাম রুবেল রেলওয়ের টিকিটে কালোবাজীরর কথা স্বীকার করেন । পরে ভ্রম্যমান আদালত বসিয়ে নগদ কুড়ি হাজার টাকা অর্থ দন্ড প্রদান করা হয় । সাথে সাথে জরিমানার আদায় কওে খ্রম্যমান আদালত রশিদ প্রদান করেন এবং সর্তক বার্তা প্রদানও করা হয় ।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মমতাজ বেগম বলেন, আমরা আজকে অভিযান পরিচালনাকালে একটি দোকানে দুটো টিকেট পেয়েছি। তাকে বিশ(২০) হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতি সপ্তাহে একবার করে নিয়মিত অভিযান চালানো হবে সেই সাথে মনিটরিং জোরদার করা হবে।
দিনাজপুর রেলওয়ে থানার অফিসার্স ইনচার্জ এরশাদুল হক ভূঁইয়া বলেন, দিনাজপুরের চিহ্নিত ট্রেনের টিকেট কালোবাজারীরা লাইনে না দাঁড়িয়ে তাদের ভাড়া করা লোকদের দিয়ে ট্রেনের টিকেট কাটার জন্য ভোরেই লাইন দাড় করিয়ে দেয় । তাই আমরাও কালোবাজারীদেরকে চিহ্নিত করা কঠিন হয়ে পড়ে । নিত্যদিন নতুন নতুন মহিলা পুরুষ লাইনে দাড়িয়ে রেলে টিকেট কেটে নিয়ে যায় । স্টেশন এলাকার বাহিওে এই টিকেট দ্বিগুন দামে বিক্রি করে দেয় । আমাদেরকে সহযোগিতা করলে আমরা অবশ্যই কালোবাজারীদেরকে আইনের আওতায় আনতে পারব।