ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
জিনারর্দী ইউনিয়নে জনপ্রিয়তার শীর্ষে কামরুল গাজীর নৌকা
  • হাজী জাহিদ, নরসিংদী
  • ২০২১-১২-০৩ ০৬:৫৫:১৬
আসন্ন জির্নারদী ইউনিয়ন পরিষদের নির্বাচনে গত দুই বারের পর পর নির্বাচিত চেয়ারম্যান। এই বার তৃতীয় বারের চেয়ারম্যান পদপ্রার্থী জনরদী প্রকৃত সমাজ সেবক গরীবের দূর্রদিনের প্রকৃত বন্ধু প্রফেসর কামরুল ইসলাম এর নৌকার জনপ্রিয়তা আকাশ চুম্বীর মত জনপ্রিয়তার শীর্ষে, এই বার ও জনগণ তাকেই চায় বলে জানিয়েছেন ভোটাররা। তাই তিনি এখনো জনপ্রিয়তার শীর্ষে। যখন কোন দলীয় মনোনয়ন কিংবা দলীয় প্রতিক ছিল না, তখনই জনগণের অনুরোধে নির্বাচনে অংশ গ্রহণ করে বিশাল ভোটের ব্যবদানে জয়ী হয়ে জির্নারদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হন,প্রফেসর কামরুল ইসলাম গাজী পরের বার আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়ে বিনা প্রতিদন্দিতায় চেয়ারম্যান হন এবং তার কাজের সুফল হিসেবে এই বার ও নৌকার মাঝি হলে ভোটারা এবং এলাকার সকল স্তরের জনসাধারণ মিছিল নিয়ে প্রফেসর কামরুল ইসলাম গাজীর বাড়িতে উঠে বিধায় তার জনপ্রিয়তা প্রমানিত হয়। এলাকাবাসী জানান আসন্ন নির্বাচনে ও আওয়ামী লীগের দলীয় মনোনয়ন না ফেলেও কিন্তুু এলাকার জনগন" না"ছার বান্দারা আবারও তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চেয়েছিলেন সতন্ত্র হিসেবে হলে ও বলে এলাকার জনগন এর অনুরোধের প্রেক্ষিতে তিনি এবার ও চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছেন,এই বার তিনি নৌকা মার্কা নিয়ে লড়াইয়ে অংশ গ্রহণ করেছেন। এই বার ও তিনি জনপ্রিয়তার শীর্ষে, প্রত্যকটি পাড়ায় মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে জানা যায় জনগনের মাঝে রয়েছে তাহার অতুলনীয় অবদান এবং গ্রহণ যোগ্যতা।কারন তিনি ছোট বেলা থেকেই ছিলেন এক জন পরোপকারী নিঃস্বার্থ সমাজ সেবক। ছাত্র জীবন থেকেই ছাত্র লীগের রাজনীতি শুরু করে এখন তিনি পলাশ উপজেলার আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মানুষ গড়ার কারিগর, সেজন্যই জনগণ বার বার তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে জানিয়েছেন ভোটাররা। তিনি চেয়ারম্যান হয়ে বিগত সময়ে এলাকায় প্রচুর পরিমাণ উন্নয়ন করছেন, রাস্তা, মসজিদ, মাদ্রাসা, মন্দির, স্কুল, বেকারত্ব দুরীকরন, নারী পুরুষের সহযোগিতাসহ অনেক সামাজিক সংগঠন এর উন্নয়ন করছেন। করোনা কালীন সময় থেকে এপর্যন্ত তিনি বহু মানুষ কে সহযোগিতা করেছে যেমন, তেমনি তিনি অনেক গরীব ছাত্র ছাত্রী রা পড়াশোনা করতে সুযোগ সুবিধা করে দিয়েছেন তার ব্যক্তিগত ফ্যান্ড থেকে। গরীব মেয়েদের বিয়ে শাদীতে সহায়তা করেছে এবং অসহায় রুগ্ন কর্মহীন লোকজন কে সহযোগিতা করেছে দানবীরের মত, তাহার নিকট থেকে কেহ কোন সময় খালি হাতে পিরেননি বলে জানান এলাকার জনগন। ব্যক্তি জীবনে তিনি একজন ভালো মানুষ ভদ্রলোক, সদাআলাপী মিষ্টি ভাষী নিঃস্বার্থ সুশিক্ষিত পরিচন্ন মেধাবী রাজনৈতিকবীদ সমাজ সেবক। তার নিকট কোন দল ধর্ম বর্ণ নেই তিনি সবার সাথে মিশে কাজ করেন এবং যে কোন লোক তার নিকট কোন সমস্যা নিয়ে আসলে তিনি অর্থ শ্রম মেধা দিয়ে সহযোগিতা করেন, তাই সকল স্তরের জনসাধারণ এর নিকট রয়েছে তাহার শুনাম।অন্যান্ন ধর্মের ও সকল অন্যান্ন দলের মাঝে ও তাহার রয়েছে অতুলনীয় সুনাম ও গ্রহণ যোগ্যতা। এলাকার শ্রমিক, দিন মুজুর, সিএনজি, অটোরিকশা ড্রাইভার, ব্যাবসায়ী চাকুরী জীবি শিল্প পতি ব্যাবসায়ী ও ওলামা হযরত গন ও জানান তিনি একজন প্রকৃত পক্ষে ভালো মানুষ তিনি এই ইউনিয়ন এর বার বার চেয়ারম্যান হওয়ার দরকার। তিনিই এই ইউনিয়ন এর উন্নয়ন এর রোলমডেল, তাই বার বার তাকেই চেয়ারম্যান হিসেবে পেতে চায় বলে জানিয়েছেন ভোটাররা। কারণ এ ইউনিয়ন এর উন্নয়ন এর সাথে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে এবং চুরি ডাকাতি, মাদক চাঁদাবাজ, সন্ত্রাসী, ভুমি দখল, ঝগড়াঝাটি দমন করতে তিনি তার শ্রম মেধা দিয়ে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছন। দলীয় ভাবে ও রয়েছে তার গ্রহন যোগ্যতা, দলের ও দলের নেতা ক র্মিদের পাশে ছিলেন সবসময় দলের তৃনমুল থেকে হাইকমান্ড পর্যন্ত রয়েছে তার গ্রহন যোগ্যতা ও শুনাম, দলীয় সুত্র ও এলাকার ভোটারা হিন্দু মুসলিম নারী পুরুষ সহ অনেকে বলেন জির্নারদী ইউনিয়নে নৌকার বিজয় শতভাগ নিশ্চিত করবেন এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনা কে নৌকার বিজয় ঘটিয়ে প্রফেসর কামরুল ইসলাম গাজীকে চেয়ারম্যান উপহার দেব আমরা আগামী ২৬ তারিখে। তাই এলাকার ভোটারদের একটাই দাবী একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন, ভোটারা যেন র্নিভয়ে তাদের পছন্দ মত ব্যক্তিকে ভোট দিতে ভোট কেন্দ্রে যেতে পারেন। করন আমরা ভোটাররা এবার এক এক জন নিজেরাই প্রফেসর কামরুল ইসলাম গাজী হয়ে নৌকার মাঝি হয়ে পাড়ায় মহল্লায় বাড়ি বাড়ি গিয়ে ভোট চেয়ে উঠান বৈঠক করছি তিনি ও দিন রাত্র পরিশ্রম করেছেন। তাই ভোটাররা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। সেই সাথে উর্ধতন প্রশাসন স্থানীয় প্রশাসন, নির্বাচন কমিশন সহ নরসিংদী ২ পলাশের বর্তমান সংসদ সদস্য ডাঃ আনোয়ার আশ্রাফ খাঁন দিলীপ ও সাবেক সংসদ কামরুল আশ্রাফ খাঁন পোটন সহ সকলের সহযোগিতা চেয়েছেন যেন আসন্ন আগামী ২৬ ডিসেম্বর জির্নারদী ইউনিয়ন পরিষদের নির্বাচন টা গত দুই বারের মত অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয়। তাহলেই নৌকার বিজয় শতভাগ নিশ্চিত।
বঙ্গবন্ধু জন্মেছিল বলেই জন্মেছে এ দেশ -হুইপ ইকবালুর রহিম এমপি
অপ্রতিরোধ্য বাজার সিন্ডিকেট: মজুতের শাস্তি আটকে আছে বিধিতে
ডাইফ সেবা সপ্তাহ শুরু আজ
সর্বশেষ সংবাদ