ঢাকা বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
জ্বালানি প্রতিষ্ঠানে অনিয়ম: প্রমাণ পেয়েছে বিপিসি
  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২০-১১-২৪ ০৩:২৯:৫৯

স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল কোম্পানির বেসরকারি পরিচালক মাইনুদ্দীনের অনিয়ম-দুর্নীতি অনুসন্ধানে কমিটি গঠন করে বিপিসি। এতে মাইনুদ্দীনের বিরুদ্ধে উঠে আসে বিপিসির নীতি লঙ্ঘন করে বাকিতে নিজ প্রতিষ্ঠানের কাছে তেল বিক্রির তথ্যও। ঘটনা জানিয়ে, ব্যবস্থা নিতে জ্বালানি মন্ত্রণালয়ে সুপারিশ করে বিপিসি। আর মন্ত্রণালয় জানায়, প্রতিষ্ঠানটি সরকারিকরণের চিন্তা করা হচ্ছে। একই সাথে দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুদককে জানিয়েছে মন্ত্রণালয়।

দেশে ব্যবহৃত জ্বালানি তেলের প্রায় শতভাগই আমদানি নির্ভর। আর এই কাজের দায়িত্ব রাষ্ট্রীয় করপোরেশন বিপিসির। ওই সংস্থার সাথে অংশীদারিত্বে ভিত্তিতে কাজ করা স্ট্যান্ডর্ড এশিয়াটিক অয়েল কোম্পানির অনিয়ম আলোচনায় এলে, তা অনুসন্ধানে গঠিত হয় চার সদস্যের কমিটি। ২০১৯ সালে ১০ ফেব্রুয়ারি বিপিসির তখনকার পরিচালক সৈয়দ মেহদী হাসানকে  প্রধান করে দায়িত্ব দেয়া হয় ২০১২-১৩ থেকে পরের ৬ অর্থবছরের হিসাব নিরীক্ষার। এরপর প্রায় ৬ মাস অনুসন্ধান শেষে ২৫ আগস্ট জমা দেয়া হয় প্রতিবেদন। যাতে উঠে আসে পরিচালক মাইনুদ্দীনের অনিয়ম-দুর্নীতি।

প্রতিবেদনে বলা হয়, কোম্পানি আইন অমান্য করেই ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করেন মাইনুদ্দীন। নীতিমালার বাইরে গিয়ে বিপিসির অনুমতি ছাড়া তেল বিক্রি করেন বেসরকারি প্রতিষ্ঠানের কাছে।

প্রতিবেদন পাওয়ার পর গত বছর ১০ সেপ্টেম্বর বিপিসির তৎকালীন চেয়ারম্যান সামছুর রহমান অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করেন জ্বালানি মন্ত্রণালয়। যাতে অনুরোধ করা হয় দুদকের মাধ্যমে বিশদ তদন্তের। এ বিষয় সংস্থার সচিব জানান, এরই মধ্যে বাইরের এক নিরীক্ষা প্রতিষ্ঠানকে নিয়োগ দেয়া হয়েছে ঘটনা অনুসন্ধানে।

অগ্রগতি জানতে যোগাযোগ করা হয় জ্বালানি মন্ত্রণালয়। সচিব বলছেন, এই অনিয়মকে কোনভাবেই প্রশ্রয় দেবে না সরকার। তাই চিন্তাভাবনা চলছে, প্রতিষ্ঠানটিকে পুরোপুরি রাষ্ট্রীয়করণের।

জ্বালানির মতো গুরুত্বপূর্ণ খাতের এমন দুর্নীতির পেছনে দায়ি ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি চায় টিআইবি। সংস্থার প্রধান নির্বাহী ইফতেখারুজ্জামান বলছেন, অনুসন্ধানের দীর্ঘসূত্রতা যাতে না হয়, নজর রাখতে হবে সেদিকেও।

এই ঘটনা তদন্তে দুদকেরও কার্যকর ভুমিকা আশা করেন টিআইবির এই শীর্ষ কর্মকর্তা।

দিনাজপুরে নিরাপদ বিষমুক্ত বারোবাসি ড্রাগন ফল পাওয়ার  দৃষ্টান্ত স্থাপন করেছেন রতন কুমার
ব্রাহ্মণবাড়িয়ায় বেড়েছে খিরার আবাদ
চিরিরবন্দরে গীষ্মকালিন পেঁয়াজের বাম্পার ফলন, দাম পেয়ে খুশি কৃষকরা
সর্বশেষ সংবাদ